ধুনট (বগুড়া): আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে মথুরাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মথুরাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সামছুল বারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বগুড়া জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, রাজশাহী রেঞ্জ কার্যালয়ের (আরএমসি) ওসি আয়নাল হক, ধুনট উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি গোলাম সোবহান, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, শেরপুর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আলম, ধুনট পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি গবেষক আব্দুর রাজ্জাক, মথুরাপুর ইউপির চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফিরোজ, আওয়ামী লীগ নেতা প্রভাষক ফরিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক গোলাম মতুর্জা, কলামিস্ট রেজাউল করিম মিন্টু, মথুরাপুর ইউপির সচিব আব্দুল কুদ্দুস, ইউপি সদস্য জুয়েল রানা, এমদাদুল হক লিটন ও যুবলীগ নেতা মামদুদুর রহমান ময়নুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরবি/