কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার সদরের উত্তর দুর্গাপুর ইউনিয়নের আড়াইওরা এলাকায় ট্রেনের নীচে কাটা পড়ে ইমরান হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত ইমরান সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের ফয়েজ আহমেদের ছেলে।
স্থানীয়দের ধারণা, সকালে কোন ট্রেনের নীচে কাটা পড়ে ইমরানের মৃত্যু হয়েছে।
কুমিল্লা রেলওয়ে পুলিশের সহকারী উপ পরিদর্শক করিমুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরএ