ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ঐতিহাসিক ভবানী মন্দির পরিদর্শন ভারতীয় সহকারী হাইকমিশনারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ঐতিহাসিক ভবানী মন্দির পরিদর্শন ভারতীয় সহকারী হাইকমিশনারের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: উপমহাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের ৫১টি পীঠস্থানের অন্যতম বগুড়ার শেরপুরের মা ভবানী মন্দির পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) শ্রী অভিজিৎ চট্টপাধ্যায়।
 
বুধবার (২৬ অক্টোবর) বেলা আড়াইটার দিকে তিনি মা ভবানী মন্দির পরিদর্শনে এলে মন্দির কমিটি ও পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।


 
পরে তিনি মন্দিরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে ঘুরে দেখেন। মন্দিরের পুরোহিত ও কমিটির নেতারা এর অতীত ইতিহাস তুলে ধরেন। ইতিহাস সংবলিত বইপুস্তক ভারতীয় হাইকমিশনারের হাতে তুলে দেন।
 
মন্দিরের ঐতিহাসিক স্থানগুলো দেখে তিনি অভিভূত হন। পাশাপাশি মা ভবানী মন্দির উন্নয়নের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
 
এ সময় তার স্ত্রী পত্রালিকা চট্রপাধ্যায়, ভবানী মন্দির উন্নয়ন-সংস্কার ও পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. এনসি বাড়ই, সদস্য সচিব কল্যাণ প্রসাদ পোদ্দার, সাবেক সভাপতি উৎসব কুমার ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরাঞ্জন সিং, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সরোয়ার জাহান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ, সাংবাদিক সুজিত বসাক, পূজা উদযাপন পরিষদের নেতা শ্যামল বসাক, তপন চক্রবর্তী, পুরোহিত গোবিন্দ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।