হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তাদির হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে উপজেলা পরিষদের সামনে ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের চলন্ত বাসে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় দ্রুত বাস থেকে নেমে যান যাত্রীরা।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসআর