রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলে একযোগে প্রদীপ প্রজ্জ্বলন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী এরশাদ হোসেন বাংলানিউজকে বলেন, আমরা শুধুমাত্র লিপু হত্যার বিচার চাইতে আসিনি। আমরা এসেছি সব হত্যাকাণ্ডের বিচার চাইতে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, সারাদেশে সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করে দোষীদের শাস্তির দাবি করছি। যাতে আর কোনো ভাই, বোন ও সহপাঠীদের হারাতে না হয়।
মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী রাইসা জান্নাত বাংলানিউজকে বলেন, লাশের মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে। এর কারণ একটিই, হত্যাকারীদের শাস্তির আওতায় না আনা। এভাবে চলতে থাকলে শুধু লিপুর মা নয়, আমাদের সবার মা-বাবাকে তার স্বপ্ন একদিন বিসর্জন দিতে হবে।
মাদার বখশ হলের আবাসিক শিক্ষার্থী রাসেল বাংলানিউজকে বলেন, একজন খুন হলো, তার বিচার করবে রাষ্ট্র। কিন্তু আমরা দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি। বাধ্য হয়ে আমাদের রাস্তায় নামতে হয়।
২০ অক্টোবর সকাল সাড়ে ৯টায় নবাব আব্দুল লতিফ হল থেকে লিপুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন লিপুর চাচা মো. বশীর বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আরবি/