রংপুর: মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বাজার থেকে ৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে রংপুর ৠাব-১৩। এ সময় ৪ ব্যবসায়ীকে আটক করা হয়।
বুধবার (২৬ অক্টোবর) রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী বাজারে অভিযান চালান ৠাব সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাছুমা আরেফিন ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যবসায়ীদের ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তাদেরকে ৫ হাজার টাকা করেও জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মুরাদ মিয়া, সেকেন্দার আলী, আব্দুল কাদের ও মোতালেব মিয়া।
এসব ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৪শ’ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা,অক্টোবর ২৬,২০১৬
জেডএস