ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ধরিত্রী সমাজ সেবা সংস্থার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
বগুড়ায় ধরিত্রী সমাজ সেবা সংস্থার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া পৌরসভার আটাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ধরিত্রী সমাজ সেবা’র উদ্বোধন করা হয়েছে।
 
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি শামিমা আকতার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সহিদুল ইসলাম খাঁন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাঁপোড় ইউপি চেয়ারম্যান প্রভাষক মহররম আলী, বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ সার্জিল আহমেদ টিপু, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা ডা. মো. সামির হোসেন মিশু, উপজেলা সমাজসেবা অফিসার আতাউর রহমান।
 
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মোছা. রেশমা আকতার ও পরিচালনায় ছিলেন ব্যবসায়ী শফিকুল ইসলাম।
 
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।