ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

‘পুলিশ স্টাফ কলেজের গুরুত্ব আন্তর্জাতিকমানের’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
‘পুলিশ স্টাফ কলেজের গুরুত্ব আন্তর্জাতিকমানের’

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে পুলিশ স্টাফ কলেজ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র স্টাফ কলেজ। তাই এর গুরুত্ব জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রয়েছে।

কলেজের অনুষদ সদস্যদের দক্ষতা বাড়ানোও গুরুত্বপূর্ণ।

বুধবার (২৬ অক্টোবর) পুলিশ স্টাফ কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত কলেজের ১৫তম বোর্ড সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, পুলিশের জন্য ব্যয় করা অর্থ ব্যয় নয়  বরং বিনিয়োগ। বর্তমান সরকার পুলিশের আধুনিকায়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

বোর্ড সভায় প্রশিক্ষণ বিষয়ক, শিক্ষা ও গবেষণা বিষয়ে প্রতিবেদন উত্থাপন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল  হক   খান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, কলেজের পরিচালক মোহাম্মদ শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
পিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।