সিলেট: সিলেটে দুই শিশু হত্যার ঘটনায় ঘাতক বাবা ছাতির আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নিহত দুই শিশুর মা নুরবিন বেগম বাদী হয়ে সিলেটের ওসমানীনগর থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলায় ছাতির আলীকে একমাত্র আসামি করা হয়েছে। তাকে গ্রেফতারও দেখানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হবে।
এর আগে সকালে চিন্তামনি গ্রাম থেকে ছাতির আলীকে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে দুই সন্তান হত্যার কথা স্বীকার করেন তিনি।
গত ২৪ অক্টোবর রাতে ওসমানী নগরের চিন্তামইন গ্রামের একটি হাওর থেকে শিশু মামুন মিয়া (৮) ও রুজেল মিয়ার (১১) মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এনইউ/এমএ