ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় শ্যালকের কোপে ভগ্নিপতি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
নেত্রকোনায় শ্যালকের কোপে ভগ্নিপতি নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা-গাবরাগাতি ইউনিয়নে শ্যালকের দায়ের কোপে ভগ্নিপতি মো. মোতালিব (৩০) নিহত হয়েছেন।

তবে এ ঘটনায় ঘাতক শ্যালক ফজল আলীকে (২০) আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে মোতালিবের মৃত্যু হয়। নিহত মোতালিব ওই এলাকার মাসকান্দা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

এর আগে বিকেলে মাসকান্দা গ্রামে পারিবারিক কলহের জের ধরে শ্যালক ফজল ভগ্নিপতি মোতালিবকে কুপিয়ে আহত করে। পরে আহতাবস্থায় মোতালিবকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক মোতালিবকে মমেক হাসপাতালে স্থানান্তর করেন।

নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এমরান হোসেন বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।