ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মানবাধিকার বাস্তবায়নে বিশ্ব নেতাদের প্রতি রওশনের আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
মানবাধিকার বাস্তবায়নে বিশ্ব নেতাদের প্রতি রওশনের আহ্বান ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মানবাধিকার বাস্তবায়নে বিশ্ব নেতাদের  প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, মানবাধিকার বিষয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সভা, সেমিনার, সিম্পোজিয়ামে যুগ যুগ ধরে আলোচনা হলেও বাস্তবে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়‌নি।

বুধবার (২৬ অ‌ক্টোবর)  সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আই‌পিইউ) সাধারণ স‌ম্মেল‌নে তিনি এসব কথা ব‌লেন।

সুইজারল্যান্ডের সিআইসিজি ভবনে ‘হিউম্যান রাইটস এবিউসেস অ্যা প্রিকিউরসরস অব কনফ্লিক্ট: পার্লামেন্টস অ্যাজ আর্লি রেসপন্সডারর্স’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয় বলে জানান বিরোধী দলীয় নেতার জনসং‌যোগ কর্মকর্তা।   

রওশন এরশাদ ব‌লেন, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, ফিলিস্তিনসহ মানবাধিকার লঙ্ঘণের কারণে যুদ্ধ ও গৃহযুদ্ধ লেগেই আছে। যুগ যুগ ধরে পুরো বিশ্বে যুদ্ধের কারণে লাখ লাখ মানুষ বিশেষ করে নারী ও শিশুসহ অসংখ্য মানুষ হতাহত হয়েছে। মানবাধিকার পুরোপুরি লঙ্ঘিত হচ্ছে এবং সমগ্র বিশ্বে অশান্তি বিরাজ করছে। আমাদের এর থেকে পরিত্রানের উপায় বের করতে হবে।

তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে শান্তিপূর্ণ সহ অবস্থান, সামাজিক ন্যায় বিচার, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা সাংবিধানিক দায়বদ্ধতা থেকে কাজ করে যাচ্ছি।  

আইপিইউ-এর ১৩৬তম বৈঠকে  ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন, আব্দুল মতিন খসরু, আবুল কালাম আজাদ, এবিএম ফজলে করিম চৌধুরী, মো. হাবিবে মিল্লাত, রেজওয়ান আহমদ তৌফিক, বেগম নাসিমা ফেরদৌস, রওশন আরা মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলা‌দেশ সময়: ০৫২৩ ঘণ্টা, অ‌ক্টোবর ২৭, ২০১৬
এসএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।