ঢাকা: গৃহহীনদের বাসস্থান করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রতিশ্রুতিতে আনন্দের জোয়ার বইছে রাজধানীর ফুটপাতে বসবাসকারী ছিন্নমূলদের মধ্যেও।
বুধবার (২৬ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর শাহবাগ, পান্থপথসহ বিভিন্ন এলাকায় ঘুরে ও ছিন্নমূলদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেলো।
শাহবাগ মোড়ে আইল্যান্ডের ওপর একবছরের মেয়ে শিশুকে নিয়ে বসে ছিলেন এক মা। খোলা আকাশে জরাজীর্ণ মায়ের বুকই নিরাপদ আশ্রয়স্থল শিশুটির। এভাবেই ঝড় বৃষ্টি, গরম, ঠাণ্ডা থেকে নাড়ি ছেঁড়া ধনকে রক্ষা করেন মা।
তবে শত কষ্টের পরও কোথায় যেন আনন্দের ছায়া, না খেয়ে থাকতে হবে না, রাস্তায় ঘুমাতে হবে না। নিজের একটা ঘর হবে ইত্যাদি!
সম্প্রতি প্রধানমন্ত্রীর আশ্বাসে নিজের একটি ঘরের স্বপ্ন দেখছেন এই ছিন্নমূলরা। তাই তাদের মধ্যে এখন খুশির জোয়ার বইছে।
রহিমা খাতুন নামে ওই নারী বললেন, প্রধানমন্ত্রী গৃহহারা, অভুক্তদের তালিকা করে ঘর দেবেন। শুনেছি। এই বুঝি আমাদের রাস্তায় থাকার অবসান হচ্ছে।
বগুড়ার গাবতলী মো. জাহিদ জীবিকার খোঁজে ঢাকায় এসেছেন। এক মুঠো ভাত আর মাথা গোঁজার একটু জায়গার জন্যে, ৩ মাস ধরে রাস্তায় ঘুমাচ্ছেন তিনি। পেটে ভাত পড়লেও মাথা গোঁজার স্থান হয়নি তার।
তবে এবার তিনিও আশাবাদী, যারা গৃহহারা, অভুক্ত রাস্তায় ঘুমান, না খেয়ে থাকেন তাদের জন্য একটা ব্যবস্থা করতে যাচ্ছে সরকার।
এদিকে নদী ভাঙন, ঝড়, বন্যাসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের পরে গৃহহীন হয়ে পড়েছেন অনেকেই। তাই তাদের শেষ ঠিকানা রিকশার প্যাডেল ধরে চলা এই শহরে। কখনওবা এই রিকশা হয়ে ওঠে তাদের ঘর।
বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসটি/এমএ