রংপুর: রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের এক কর্মীসহ বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত ৫১ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে বাংলানিউজকে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (২৬ অক্টোবর) দিনগত রাত থেকে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জামায়াতকর্মী ছাড়া বাকি আসামিদের ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
রংপুর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হলে বিচারক তাদের রংপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
জেডএস