মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।
যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করায় উভয় ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকের সারি দীর্ঘ হচ্ছে বলে সংশ্লিষ্টদের অভিমত।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে উভয় ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, নৌরুটে চলাচলকারী ছোট বড় ১৬টি ফেরির মধ্যে বর্তমানে ১২টি ফেরি চলাচল করছে। বাকী ফেরিগুলো ছোটখাটো যান্ত্রিক ত্রুটির কারণে ভাসমান মেরামত কারখানা মধুমতিতে নোঙর করা রয়েছে। ফলে পাটুরিয়া প্রান্তে দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, বর্তমানে যে ১২টি ফেরি এ নৌরুটে চলাচল করছে তার মধ্যে বীরশ্রেষ্ঠ হামিদুর ও বীরশ্রেষ্ঠ মতিউর নামে বড় দুইটি ফেরি রাতে চলাচল করতে পারে না। সে জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নৌরুট পারের অপেক্ষায় প্রায়ই যানবাহনের দীর্ঘ সারি থাকে। বর্তমানে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরএ