ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
সাভারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভার: সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশনের নিজ বাড়ি থেকে খান মজলিস (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

খান মজলিস ওই এলাকার আলী সরকারের ছোট ছেলে।

পুলিশ সূত্র জানায়, সকালে খান মজলিসের ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।  

সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বাংলানিউজকে বলেন, কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।