ঢাকা: সিনেমা হলে গিয়ে ফেসবুক লাইভের মাধ্যমে আয়নাবাজি সিনেমার পাইরেসি করার চেষ্টায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) রাতে আতিকুর রহমান অভি নামে ওই ব্যক্তিকে রাজধানীর বাড্ডা থেকে আটক করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের সাইবার ক্রাইম টিম।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলানিউজকে বলেন, ওই ব্যক্তি হলে গিয়ে ফেসবুক লাইভের মাধ্যমে সিনেমাটি লাইভ করছিল। এটি পাইরেসির আওতাধীন। সে জন্য তাকে ধরা হয়েছে। এ বিষয়ে সংবাদসম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসজেএ/আইএ