ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আয়নাবাজির পাইরেসি করায় যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আয়নাবাজির পাইরেসি করায় যুবক আটক ছবি: সংগৃহীত

ঢাকা: সিনেমা হলে গিয়ে ফেসবুক লাইভের মাধ্যমে আয়নাবাজি সিনেমার পাইরেসি করার চেষ্টায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
 
বুধবার (২৬ অক্টোবর) রাতে আতিকুর রহমান অভি নামে ওই ব্যক্তিকে রাজধানীর বাড্ডা থেকে আটক করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের সাইবার ক্রাইম টিম।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলানিউজকে বলেন, ওই ব্যক্তি হলে গিয়ে ফেসবুক লাইভের মাধ্যমে সিনেমাটি লাইভ করছিল। এটি পাইরেসির আওতাধীন। সে জন্য তাকে ধরা হয়েছে। এ বিষয়ে সংবাদসম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এসজেএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।