ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
রূপগঞ্জে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালাউদ্দিন (৫০) নামে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকার হাসেম ফুড কারখানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বিভিন্ন এলাকায় সাপ্লাই দেওয়ার জন্য ওই এলাকার হাসেম ফুড নামে একটি কারখানা থেকে পণ্য নিয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে ট্রাকে অপেক্ষা করছিলেন সালাউদ্দিন।

রাত ১১টার দিকে ওই কারখানার শ্রমিক ও কর্মচারীরা ট্রাকের ভেতরে সালাউদ্দিনের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬

বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।