সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডিমলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দুই বখাটেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আলী (৩৪) ও একই গ্রামের মৃত আনছার আলীর ছেলে মোস্তফা ইসলাম (৩৫)।
ডিমলা থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক শাহাবুদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, উপজেলার নাউতারাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বিদ্যালয়ে আসার-যাওয়ার পথে প্রতিনিয়ত উত্ত্যক্ত করতেন মধ্য ছাতনাই গ্রামের জোনাব ও মোস্তফা।
মঙ্গলবার বিদ্যালয় ছুটি শেষে বড়বোনসহ ওই ছাত্রী বাড়ি ফেরার সময় বিদ্যালয়ের কিছু দূরে পথরোধ করে উত্ত্যক্ত করেন তারা।
এ ঘটনার পরপরই ছাত্রীটি বড়বোনসহ ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করলে তিনি ওই দুই বখাটেকে আটকের নির্দেশ দেন।
পরে দুপুরে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ দণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
আরবি/আরএ