জামালপুর: জামালপুরে অভিযান চালিয়ে ১০ টাকা কেজির ২৬ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (০১ নেভেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর এলাকা থেকে চাল ভর্তি বস্তাগুলো উদ্ধার করা হয়।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল ছালাম বাংলানিউজকে জানান, বিকেলে জয়রামপুর এলাকায় চাল ব্যবসায়ী আবু তালেব আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ২৬ বস্তা চাল জব্দ করা হয়। চাল বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এজি/পিসি