বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলার গোলাবাড়ী হাটে ড্রাগন ল্যাবরেটরিজ (ইউনানি) লিমিটেডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
দিনগত রাত ৮টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব-উর-রহমান আশিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিষ্ঠানের মালিক সেলিম রেজা পলাতক থাকায় তার বাবা ও বোন জামাইকে দি ড্রাগ অ্যাক্ট ১৯৪০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ড্রাগন ড্রিংক্স অ্যান্ড হার্বাল কোম্পানিতে ফুড সাপ্লিমেন্ট তৈরির জন্য অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ থাকায় তাদের ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ও ৫৩ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৩১৮ বোতল নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।
অভিযানে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক শরিফুল ইসলাম, জেলা ড্রাগ সুপার ও র্যাব-১২ সহায়তা করেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমবিএইচ/এমজেএফ