সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ বড়কাফন গ্রামে ১৯৩ বোতল ভারতীয় মদসহ মো. জয়নাল (৩২) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (০২ নভেম্বর) সকাল ৬টায় তাকে আটক করা হয়।
মো. জয়নাল দক্ষিণ বড়কাফন গ্রামের সুরুজ আলীর ছেলে।
সুয়েব আহমদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার দক্ষিণ বড়কাফন গ্রামে পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় ১৯৩ বোতল ভারতীয় মদসহ জয়নালকে আটক করা হয়।
এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য কার্যালয় বাদী হয়ে জয়নালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এনটি