পাবনা: পাবনায় যৌতুকের দাবিতে আসমা-উল হুসনা (২৬) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
বুধবার (০২ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার চর বাঙ্গাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আসমা ওই গ্রামের রাসেল প্রামাণিকের স্ত্রী।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বাংলানিউজকে জানান, চর চরবাঙ্গাবাড়িয়া গ্রামের আলতাব হোসেন প্রামাণিকের ছেলে রাসেলের সঙ্গে সাত বছর আগে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার শিলাইদহ ইউনিয়নের চর সাদীপুর গ্রামের আখতার মোল্লার মেয়ে আসমার বিয়ে হয়।
বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আসমাকে শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
দুপুরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহটি একটি অটোরিকশা (সিএনজি চালিত) করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন শ্বশুরবাড়ির লোকজন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশা চালককে আটক করা হয়েছে।
আসমার পরিবারের দাবি তাদের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে স্বামী রাসেলের পরিবারের দাবি তিনি নিজেই আত্মহত্যা করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
আরবি/এসএইচ