গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসুদেবপুর চন্দ্র কিশোর (সিকে) স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ছয় জেএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) দুপুরে দ্বিতীয় দিনের পরীক্ষা চলাকালে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোফাজ্জল হোসেন তাদের বহিষ্কার করেন।
বাসুদেবপুর চন্দ্র কিশোর (সিকে) স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র সচিব আব্দুন নূর জানান, বুধবার জেএসসি-জেডিসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষায় নকল করা ও সঙ্গে মোবাইল ফোন রাখার দায়ে বাসুদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন, কোমরপুর চৌমাথা উচ্চ বিদ্যালয়ের দু’জন, আমলাগাছী বয়েজ উচ্চ বিদ্যালয়ের একজন ও বরিশাল উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে তাদের বহিষ্কার করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এসআই