জামালপুর: জামালপুরে ট্রাকের চাপায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
চরগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুলের বাড়ি জেলার মাদারগঞ্জ উপজেলার চরগোপালপুর গ্রামে। তবে তিনি জামালপুর শহরের বাসায় থাকতেন।
স্থানীয়রা জানায়, রফিকুল সকালে মোটরসাইকেলে করে বাসা থেকে স্কুলে যাচ্ছিলেন। পথে জামালপুরের পাঁচরাস্তা মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চালক নজরুল ইসলামকে (৩৪) আটক করেছে পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এসআই