ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

প‍ুনর্বাসনের লক্ষ্যে চুয়াডাঙ্গায় ভিক্ষুক সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
প‍ুনর্বাসনের লক্ষ্যে চুয়াডাঙ্গায় ভিক্ষুক সমাবেশ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: প‍ুনর্বাসনের লক্ষ্যে চুয়াডাঙ্গায় ভিক্ষুক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা পৌরসভার হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে চুয়াডাঙ্গা জেলাকে ভিক্ষুক মুক্ত করা হবে। সেই লক্ষ্যে ভিক্ষুকদের প‍ুনর্বাসন করে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে জেলাব্যাপী ভিক্ষুকদের তালিকা সংগ্রহ করা শেষ হয়েছে। চূড়ান্ত তালিকা শেষে সব ভিক্ষুককে প‍ুনর্বাসন করা হবে।

ভিক্ষক সমাবেশে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম মামুনউজ্জামান ও পৌর কাউন্সিলর একরামুল হক মুক্ত।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
আরএ

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।