ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
কালিয়াকৈরে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে ট্রাক পিকআপ সংঘর্ষে চাঁন মিয়া (২৪) নামে পিকআপ চালক নিহত হয়েছে।

সোমবার (০৭ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চাঁন মিয়া টাঙ্গাইলের ধনবাড়ি থানার বলদিয়া এলাকার আবদুল রহিম মিয়ার ছেলে।

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী সরকার জানান, সকালে ওই এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ওই পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় পিকআপ চালক চাঁন মিয়া গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
আরএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।