গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে ট্রাক পিকআপ সংঘর্ষে চাঁন মিয়া (২৪) নামে পিকআপ চালক নিহত হয়েছে।
সোমবার (০৭ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী সরকার জানান, সকালে ওই এলাকায় চন্দ্রা-নবীনগর সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ওই পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় পিকআপ চালক চাঁন মিয়া গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
আরএস/বিএস