ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গণপরিবহনে মাদকবিরোধী স্টিকার লাগানো কর্মসূচির উদ্বোধন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
গণপরিবহনে মাদকবিরোধী স্টিকার লাগানো কর্মসূচির উদ্বোধন  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: ‘মাদক নয়, মৃত্যু নয়, মাদকাসক্তি মুক্ত জীবন চাই’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় গণপরিবহনে মাদকবিরোধী স্টিকার লাগানো কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  

সোমবার (০৭ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহম্মেদ এ কর্মসূচির উদ্বোধন করেন।

 

এ সময় বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক, সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলামসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

পরে টার্মিনালে অবস্থানরত যাত্রীবাহী সব বাসে মাদকবিরোধী স্টিকার লাগানো হয়।  

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।