আশুলিয়া (সাভার): আশুলিয়ার ডেণ্ডাবর এলাকা থেকে সোনিয়া আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর সোনিয়ার স্বামী পলাতক।
সোমবার (০৭ নভেম্বর) দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদীর বাংলানিউজকে জানান, দুপুরে ওই এলাকার একটি বাড়ি থেকে সোনিয়া আক্তারের মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এটি আত্মহত্যা নাকি হত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এছাড়া সোনিয়ার স্বামীকে আটকের অভিযান চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
বিএসকে/পিসি