ঢাকা: সরকার নির্ধারিত সময়ে একটি বাড়ি একটি খামার প্রকল্প পল্লী সঞ্চয় ব্যাংকের সঙ্গে একীভূত করতে ‘পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০১৬’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (০৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ২০১৪ সালে একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। ২০১৬ সালের ৩০ জুনের পর একটি বাড়ি একটি খামার প্রকল্প বিলুপ্ত হয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সঙ্গে মার্জ (একীভূত) হয়ে যাওয়ার কথা ছিল।
‘কিন্তু প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় সরকার যখন নির্ধারণ করবে তখন পর্যন্ত প্রকল্পগুলো ব্যাংকে চলে যাবে। ’
এটি চলতি বছরের ৩০ জুন থেকে কার্যকর হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
একই সঙ্গে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন, ২০০৬’ এর আওতায় থাকবে না, সমবায় ব্যবস্থাপনার নিজস্ব অফিস হবে।
সংসদ অধিবেশন না চলার কারণে অধ্যাদেশ আকারে জারি করার সিদ্ধান্ত হয় মন্ত্রিসভায়।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এমআইএইচ/বিএস