কুড়িগ্রাম: কুড়িগ্রামে আইডিবি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুর ১২টায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইনিঞ্জিনিয়ার্স (আইডিবি) কুড়িগ্রাম জেলা শাখা র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের আইডিবি অফিস চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন- কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী জমিদার রহমান।
আলোচনা সভায় কুড়িগ্রাম পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আইডিবি’র সাধারণ সম্পাদক বকুল চন্দ্র সাহা, যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল-আমিন ও ছাত্র বিষয়ক সম্পাদক সুমন কুমার সাহা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এনটি/পিসি