ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২’র ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে শৈলকুপা উপজেলার যুগনী গ্রামের কৃষক বাবু লাল মণ্ডলের বাড়িতে এ দিবসের আয়োজন করে উন্নয়ন ধারা ও হারভেস্ট প্লাস বাংলাদেশ নামে দুটি সংস্থা।
স্বাধীন কৃষক সংগঠন আবাইপুর ইউনিয়নের সভাপতি রুবায়েত হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুণ্ডু।
বিশেষ অতিথি ছিলেন- হারভেস্ট প্লাস বাংলাদেশের এ আর ডিও মজিবর রহমান, উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক কৃষিবিদ শহিদুল ইসলাম, এআরপি প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ রাজু আহম্মেদ, উপ-কৃষি কর্মকর্তা লিটন আহম্মেদ।
অনুষ্ঠান পরিচালনা করেন হারভেস্ট প্লাস বাংলাদেশ’র উন্নয়ন ধারার প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ কৃষ্ণ দাস সাহা। অনুষ্ঠানে ওই এলাকার শতাধিক কৃষক, কৃষাণীরা উপস্থিত ছিলেন।
বক্তারা জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২’র উপকারিতা ও ফলন নিয়ে আলোচনা করেন। এর আগে তারা মাঠ থেকে ব্রি ধান-৬২ কাটার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
পিসি/