ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
বগুড়ায় আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে বগুড়ায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি’র) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বগুড়া: বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে বগুড়ায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি’র) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন। এছাড়া বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমবিএইচ/জিপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।