নেত্রকোনা: নেত্রকোনা পৌর শহরের বলাইনগুয়া থেকে ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (০৭ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।
তিন মাদক ব্যবসায়ী হলেন- তানভীর, সালাম ও সিদ্দিক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বলাইনগুয়া গ্রাম অভিযান চালানো হয়। এসময় ৩০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদের আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এনটি/পিসি