ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ইয়াবাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
নেত্রকোনায় ইয়াবাসহ আটক ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা পৌর শহরের বলাইনগুয়া থেকে ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

নেত্রকোনা: নেত্রকোনা পৌর শহরের বলাইনগুয়া থেকে ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (০৭ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।

এরপর জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সামনে তাদের হাজির করা হয়।

তিন মাদক ব্যবসায়ী হলেন- তানভীর, সালাম ও সিদ্দিক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বলাইনগুয়া গ্রাম অভিযান চালানো হয়। এসময় ৩০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।