সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী রেলক্রসিং এলাকায় বাসচাপায় আওয়ামী লীগের দুই নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল কাদের ও এর অঙ্গ সংগঠন যুবলীগের ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম।
আব্দুল কাদের ওই ইউনিয়নের পুনর্বাসন এলাকার ফজর আলী মণ্ডলের ছেলে এবং আব্দুল করিম একই ইউনিয়নের মুলিবাড়ী চর এলাকার আব্দুল হামিদের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলী বাংলানিউজকে জানান, দুপুরে আব্দুল কাদের ও আব্দুল করিম মোটরসাইকেলে করে মুলবাড়ী রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল করিমের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন আব্দুল কাদের। এ অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরবি/এসআই