ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
ফেনীতে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী শহরের সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান ও সিএনজি চালিত অটোরিকশা মালিককে আট হাজার ৮শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ফেনী: ফেনী শহরের সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান ও সিএনজি চালিত অটোরিকশা মালিককে আট হাজার ৮শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

এ সময় অবৈধ পার্কিং, ফুটপাত দখল ও লেবেল বিহীন খাদ্যপণ্য বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।


 
মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিকেএম এনামুল করিম ও সহকারী (ভূমি) কর্মকর্তা স্নেহাশিস দাস এ জরিমানা করেন।

তিনি বাংলানিউজকে জানান, ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে জসিম স্টোরকে পাঁচ হাজার টাকা, অবৈধ পার্কিং ও কাগজপত্রে সমস্যা থাকায় কয়েকটি সিএনজি চালিত অটোরিকশাকে এক হাজার ৮শ’ টাকা ও লেবেল বিহীন বিস্কুট বিক্রির দায়ে ফুডফাস্টকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।