হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শিশু অপহরণের ৭২ ঘণ্টা পর তিন অপহরণকারীসহ অপহৃত শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ নভেম্বর) ভোরে কিশোরগঞ্জ জেলা সদরের আনজুমান হোটেল থেকে শিশু তানভীর আহমদকে (৬) উদ্ধার করা হয়।
দুপুরে জেলা পুলিশ সুপারের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
তিনি জানান, শনিবার (৫ নভেম্বর) স্কুলে যাওয়ার সময় উপজেলার ব্লু-বার্ড কিন্ডার গার্টেনের নার্সারির ছাত্র তানভীরকে অপহরণ করে তার মামাতো ভাই মোশাহিদসহ তিনজনের একটি অপহরণকারী দল।
পরে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
এ ঘটনার পরপরই উপজেলার মুরাদপুর গ্রামের অপহৃত শিশুর বাবা মাসুম মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে সোমবার (৭ নভেম্বর) বিকেলে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে অপহৃতের মামাতো ভাই মোশাহিদ মিয়াকে (২২) কিশোরগঞ্জের আনজুমান হোটেল থেকে অপহৃত শিশুসহ গ্রেফতার করা হয়।
পরে তার স্বীকারোক্তি মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাফর ইকবাল (২৫) ও রাজাপুর গ্রামের আমির উদ্দিনকে (৩৬) গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরবি/আরএ