ঢাকা: রাজধানীর মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ৪ নম্বর গেটের সামনে থেকে শাহীন আহমেদ (৩৮) নামে ডিবি পুলিশের সদস্য পরিচয় দানকারী এক প্রতারককে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ৩টার দিকে তাকে আটক করা হয়।
গোয়েন্দা সূত্র জানায়, শাহীনকে গোয়েন্দারা আটক করে মিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
সূত্র আরও জানায়, দর্শকরা ৪ নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করার সময় শাহীন সবার সামনে ডিবি পরিচয় দিয়ে টিকিট চেক করতে থাকে। সন্দেহ হলে গোয়েন্দারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ওই প্রতারকের পরিচয় নিশ্চিত হওয়া যায়।
মিরপুর জোনের সহকারী কমিশনার (এপি) কাজী মাহাবুবুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
পিএম/জিপি/এমজেএফ