ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

‘নিরাপত্তা বিঘ্নকারীদের কঠোর হস্তে দমন করুন’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
‘নিরাপত্তা বিঘ্নকারীদের কঠোর হস্তে দমন করুন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জবাব চান। তারা দায়িত্বে থাকা সত্ত্বেও কীভাবে এ ধরনের হামলার ঘটনা ঘটে। এসব নিরাপত্তা বিঘ্নিতকারীদের কাঠোর হস্তে দমন করুন।’ 

রাবি: ‘আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জবাব চান। তারা দায়িত্বে থাকা সত্ত্বেও কীভাবে এ ধরনের হামলার ঘটনা ঘটে।

এসব নিরাপত্তা বিঘ্নিতকারীদের কাঠোর হস্তে দমন করুন। ’ 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।  

মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সমনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।  

তিনি আরও বলেন, আমাদের দেশ অসাম্প্রদায়িক সরকারের হাত ধরে এগিয়ে যাচ্ছে। এ অসাম্প্রদায়িক সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও হিন্দু সম্প্রদায়ের ওপর এভাবে বার বার হামলা মেনে নেওয়া যায় না। আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই দাবি করছি।

প্রগতিশীল শিক্ষক সমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক ড. মো. জুলফিকার আলী বলেন, ‘শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হলে হবে না, প্রতিবাদ করতে শিখতে হবে। সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা এতদিন বলে এসেছি ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু এখন বলতে হবে ধর্ম যার যার, উপসনালয় রক্ষার দায়িত্ব সবার। ’

সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্ ও বাংলা বিভাগের অধ্যাপক সরকার সুজিত কুমার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।