নাটোর: নাটোর শহরের কান্দিভিটা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আব্দুল মজিদ (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে তাকে আটক করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কান্দিভিটা এলাকা থেকে মজিদকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে থানায় মজিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এজি