ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
ফেনীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল (২৫) আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় ফেনী সদরের ফাজিলপুরে এ ঘটনা ঘটে।

ফেনী: ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল (২৫) আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় ফেনী সদরের ফাজিলপুরে এ ঘটনা ঘটে।

ফেনী রেলওয়ে পুলিশের পরিদর্শক আরব আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের ওই আরোহী আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

নিহতের পরনে জিন্সের প্যান্ট ও গায়ে প্রিন্টের সাদা রংয়ের সুতি শার্ট রয়েছে। মরদেহ ফেনী সদর হাসাপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।