ব্রাহ্মণবাড়িয়া: ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগে গ্রেফতার হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রসরাজ দাসকে (২৭) আইনি সহায়তা দেবেন ব্রাহ্মণবাড়িয়ার ৬ আইনজীবী।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের আইনজীবী নাসির মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
নাসির মিয়া ছাড়া আইনি সহায়তা করতে সম্মত হওয়া বাকি পাঁচ আইনজীবী হলেন- সৈয়দ মোহাম্মদ জামাল, লিটন দেব, কাজী মাসুদ আহমেদ, নূরে আলম সিদ্দিকী ও অসীম বর্ধন।
আইনজীবী নাসির মিয়া জানান, গ্রেফতারের পর থেকে রসরাজ আইনজীবীদের কাছ থেকে কোনো সহায়তা পাচ্ছিলেন না। ইতোমধ্যেই রসরাজের ওকালতনামায় তারা সাক্ষর করেছেন। তবে, রসরাজ রিমান্ডে থাকায় সোমবার(০৭ নভেম্বর) সন্ধ্যা নাগাদ তার সাক্ষর নেওয়া সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
পিসি/