ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হামলার ঘটনায় দ্বিতীয় দফায় গ্রেফতারকৃত ৩৩ জনের মধ্যে ছয়জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট ইন্সপেক্টর জানান, দ্বিতীয় দফায় গ্রেফতার হওয়া আটজনের রিমান্ডের আবেদন করা হলে শুনানি শেষে নাসিরনগর আদালতের হাকিম সুলতান সোহাগ উদ্দিন ছয়জনের প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরএ