তালা (সাতক্ষীরা): সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পাঁচ জেলের মধ্যে বাসুদেব অধিকারী (৩২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (০৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাগরের তীর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (০৪ নভেম্বর) সাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ৯ জেলেসহ তিনটি ট্রলার তলিয়ে যায়। পরে ৯ জনের মধ্যে ৪ জেলে প্রাণে বেঁচে বাড়িতে ফিরে আসেন।
নিখোঁজ চার জেলে হলেন- উপজেলার বাউখোলা গ্রামের ট্রলার মালিক তপন অধিকারী, একই গ্রামের তমেজ উদ্দিনের ছেলে হাসান আলী, নারায়ণ অধিকারীর ছেলে পিন্টু অধিকারী ও সন্তোষ অধিকারীর ছেলে শ্রীপদ অধিকারী।
সাগর থেকে ফিরে আসা জেলে নিরঞ্জন, শ্যামল, রামকান্ত বাংলানিউজকে বলেন, সাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে আমাদের ট্রলারটি তলিয়ে যায়। এ সময় আমরা চারজন প্রাণে বেঁচে এলেও বাকিদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে সন্ধ্যায় বাসুদেবের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইসলামকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এজি /পিসি