ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়লার স্তূপে নবজাতক!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
ময়লার স্তূপে নবজাতক!

ফেনী শহরের একটি ময়লার স্তূপ থেকে একটি নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী।

ফেনী: ফেনী শহরের একটি ময়লার স্তূপ থেকে একটি নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (০৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের একাডেমি রোডের কলাবাগান এলাকার একটি ময়লার স্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জানায়, বিকেলে ওই ময়লার স্তূপে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে দেখতে পায় এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
 
ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফয়জুল কবির বাংলানিউজকে জানান, আবর্জনার স্তূপে আটকে থাকা পানিতে থাকার কারণে শিশুটি শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছে। ফলে শিশুটির সুস্থ হতে ২/৩ দিন সময় লাগবে।

তিনি জানান, একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে শহরের বিরিঞ্চি এলাকার ইসমাইল হোসেন সিরাজীর নামে এক ব্যক্তির দায়িত্বে রয়েছে শিশুটি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।