ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
বদরগঞ্জে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুরের বদরগঞ্জ ঝাড়‍ুয়ার বিল ও পদ্মপুকুর বধ্যভূমির সংযোগ সড়ক (রামকৃষ্ণপুর বালাপাড়া-ঘাটাবিল) পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রংপুর: রংপুরের বদরগঞ্জ ঝাড়‍ুয়ার বিল ও পদ্মপুকুর বধ্যভূমির সংযোগ সড়ক (রামকৃষ্ণপুর বালাপাড়া-ঘাটাবিল) পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার (০৮ নভেম্বর) বিকেলে এ কাজের উদ্বোধন করেন রংপুর-২ আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক।

এ উপলক্ষে সন্ধ্যায় স্থানীয় ঘাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক লুৎফা প্রামানিক, মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলি সরকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমডি শামসুল, মুক্তিযোদ্ধা আ. ছাত্তার, বদরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মেছের উদ্দিন, সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন প্রামাণিক প্রমুখ।

এলজিইডির তত্ত্বাবধানে ১.৭ কিলোমিটার রাস্তার ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১১ লাখ ৯ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।