কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে মোক্তার হোসেন (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় আহত হয়েছেন সালমান খান সবুজ নামে আরও এক যুবক।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার নিমসার এলাকার মোকাম গ্রামের হাকিম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মোক্তার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মীরপুর এলাকার বাসিন্দা।
আহত যুবক সালমান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।
দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
আরবি/পিসি