ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে পরিবার কল্যাণ সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
খাগড়াছড়িতে পরিবার কল্যাণ সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা

আগামী ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে অ্যাডভোকেসি সভা ও সংবাদ সম্মেলন হয়েছে।

খাগড়াছড়ি: আগামী ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে অ্যাডভোকেসি সভা ও সংবাদ সম্মেলন হয়েছে।

বুধবার (০৯ নভেম্বর) বেলা ১১টায় জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের সদস্য এম এ জাব্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।

এতে বক্তব্য রাখেন, জেলার সিভিল সার্জন ডা. নিশিত নন্দী মজুমদার, ডা. আশুতোষ চাকমা ও পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিপ্লব বড়ুয়া।

সংবাদ সম্মেলনে সেবার মান বৃদ্ধি ও সবার প্রত্যাশা পূরণে এ সপ্তাহের করণীয়গুলো তুলে ধরে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের সহায়তা কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।