মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার শালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তুটি উদ্ধার করে।
শালদহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার আলী বাংলানিউজকে জানান, সকালে কয়েক ছাত্র ছাদে গেলে ওই বস্তুটি দেখে তাকে খবর দেয়। তিনি পুলিশকে বিষয়টি জানান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, হাতবোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে পানিতে রাখা হয়েছে।
তবে ভীতি তৈরির উদ্দেশে কেউ এটি ছাদে রেখে যেতে পারে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এজি