ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দোকান মালিকদের তিন দফা দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
দোকান মালিকদের তিন দফা দাবি

প্যাকেজ ভ্যাট কমানোসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বুধবার (০৯ নভেম্বর) রাজধানীর ডিআরইউতে বেলা সাড়ে ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

ঢাকা: প্যাকেজ ভ্যাট কমানোসহ তিন দফা দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বুধবার (০৯ নভেম্বর) রাজধানীর ডিআরইউতে বেলা সাড়ে ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

আলোচনা সভায় সংগঠনটির মহাসচিব শাহ আলম খন্দকার লিখিত বক্তব্যের মাধ্যমে তিন দফা দাবি জানান।

দাবিগুলো হলো:
১. প্যাকেজ ভ্যাট কমানো। ২. রুটি, বিস্কুট, প্লাস্টিকের হাওয়াই চপ্পল ভ্যাটের আওতা মুক্ত রাখা। ৩. আমদানিকারকদের ক্ষেত্রে পুনরায় ভ্যাট আদায়ের নামে হয়রানি বন্ধ করা।

লিখিত বক্তব্যে দাবি তিনটি জানিয়ে সংগঠনটির মহাসচিব বলেন, আমরা আশা করছি জাতীয় রাজস্ব বোর্ড আমাদের দাবি সমূহ সহানুভূতির সাথে বিবেচনা করবে। দোকান মালিকরা শান্তি প্রিয় মানুষ। তারা বরাবরই হরতাল, জঙ্গিবাদের বিরুদ্ধে। দোকান মালিকরা আন্দোলনে যেতে চায় না। কিন্তু ন্যায্য দাবি আদায়ে তারা শান্তিপূর্ণ আন্দোলনে যেতে প্রস্তুত।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
ইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।