লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দুর্গম চরের একটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
বুধবার (০৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের নোয়াখালী সীমান্তবর্তী চরবসু এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন ইউএনও।
এ সময় তিনি শিক্ষার্থীদের জীবনাচরণ, স্বাস্থ্য-শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে দিক-নির্দেশনা দেন। পরে নবম শ্রেণির বাংলা ও সপ্তম শ্রেণির গণিত বিষয়ে পাঠদান করান।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এজি